প্রিন্ট এর তারিখঃ Dec 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত 'করিম শরীফ বাহিনী'র দুই সহযোগী অস্ত্রসহ আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত 'করিম শরীফ বাহিনী'র দুই সহযোগী অস্ত্রসহ আটক
মো.রাজ হাওলাদার
মোংলা উপজেলা প্রতিনিধি
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার চলমান অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ দল সুন্দরবনের পশুর নদী সংলগ্ন এলাকা থেকে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে অগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম মুল হক বলেন , গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৯ নভেম্বর, ২০২৫) ভোরে মোংলা কোস্ট গার্ড বেইস এবং স্টেশন হারবাড়িয়া যৌথভাবে ভাইজোড়া খাল এলাকায় একটি সাঁড়াশি অভিযান চালায়। অভিযান চলাকালীন এলাকাটি থেকে ডাকাত দলের দুই সদস্যকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
আটককৃত ডাকাত মোংলা থানার বাসিন্দা ফারুক বেপারী (৩০) এবং ইমদাদুল বেপারী (২৭)। আটককৃত ডাকাতের কাছ থেকে
১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা ।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা, লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক, সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ ডাকাত দলের মূল হোতাকে ডাকাতি পরিচালনায় এবং অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী সরবরাহে সহায়তা করে আসছিলেন।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনের মৎস্যজীবী, বনজীবী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই প্রাকৃতিক পরিবেশকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
আটককৃত দুই সহযোগী এবং উদ্ধার হওয়া আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের কার্যক্রম চলছে।
এই সংবাদটি এখন আগের লেখার মতো শোনাবে না এবং সংবাদ পরিবেশনের মান বজায় রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সূর্যোদয় খুলনা